সঠিক সময়ে শিশুর ভাষা বিকাশ না হলে করণীয় কী?
সাধারণত পাঁচ থেকে সাত বছরের মধ্যে শিশুর ভাষা বিকাশ সম্পূর্ণ হয়ে যায়। তবে এ সময়ের মধ্যে না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
শিশুদের মা-বাবা বা কেয়ার গিভারদের (লালন-পালনকারী) বলব, আপনারা ছোটবেলা থেকেই, সাধারণ বাচ্চা হোক বা ডিজঅর্ডার আছে এমন বাচ্চা হোক, তাদের ওয়ানওয়ে কমিউনিকেশন (একমুখী যোগাযোগ) করতে দেবেন না।
শিশুটির সঙ্গে সহজ, শুদ্ধ, স্পষ্ট বাংলা ভাষায় কথা বলবেন। যদি কখনো দেখেন একটি শিশুর অনুধাবনে, প্রকাশে ও ব্যবহারে তিনটি জায়গায় অসুবিধা হচ্ছে, তখন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
যখন আমরা আমাদের ভাষাকে পরিবেশ ও প্রতিবেশ অনুযায়ী প্রকাশ করতে পারব না, তখন আমার আচরণগত অসুবিধা হবে।
বাচ্চাটি খুব বিরক্ত থাকবে, হৈচৈ করবে। চিৎকার-চেঁচামেচি করবে। অটিজম বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আগ্রাসনমূলক, আত্মঘাতীমূলক আচরণ পরিলক্ষিত হয়।
এ ধরনের সমস্যা দেখলে শিশুদের অটিজম সেন্টার বা নিউরোডেভেলপমেন্ট সেন্টারে বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন।
cl-beshto