ছয় মাস বয়সের পূর্বেই বাচ্চাকে শক্ত খাবার খাওয়াচ্ছেন?

বাচ্চার গ্রোথ ভালো হলে অনেকেই বাচ্চার বয়স ছয় মাস হওয়ার আগেই বাচ্চাকে সলিড বা শক্ত খাবার দিয়ে থাকেন। এতে তেমন কোনো সমস্যা হয় না। যদি বাচ্চাকে ছয় মাস বয়স পূর্ণ হওয়ার আগে শক্ত খাবার খেতে দেন, তবে কিছু খাবার এড়িয়ে চলা উচিত। কারন এই খাবারগুলো বাচ্চার দেহে এলার্জি তৈরী করতে পারে। খাবারগুলো হলো-

– ডিম

– গমের তৈরী খাবার (যেমন- রুটি, সিরিয়ালস)

– মাছ

– দানাদার শস্য

– বাদাম

– পনির

এই খাবারগুলো ছয় মাস বয়সের আগে বাচ্চাকে দেওয়া যাবে না। উল্লেখিত খাবারগুলো বাচ্চাকে প্রথমবারের মত খেতে দেয়ার সময়, একটি একটি করে খেতে দিতে হবে। এতে এর কোনটি বাচ্চার দেহে এলার্জির তৈরি করে কিনা তা ভালভাবে বোঝা যাবে। যদি মনে হয় বাচ্চার কোন ধরনের এলার্জির সমস্যা হচ্ছে, তবে জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।

টি/আ

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.