অনেকে ভাবেন ছোটবেলায় বারবার মাথা মুড়ালেই চুল ঘন হয় কিংবা চুল কাটলে চুলের গোড়া মোটা হবে। এ ধারণাটি কতটা যুক্তিযুক্ত?
অনেকে ভাবেন ছোটবেলায় বারবার মাথা মুড়ালেই চুল ঘন হয় কিংবা চুল কাটলে চুলের গোড়া মোটা হবে। কেউ বলেন, ছোটবেলায় চুল লম্বা রাখলে পরে চুল পাতলা হয়ে যায়। এসব ধারণা ভুল।
আসলে এসবের কোনো ভিত্তি নেই। চুলের ভালোমন্দ অনেকটা জিনগত ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে। তবে বয়স অন্তত এক মাস হওয়ার পর চুল ফেলা উচিত। . তবে শিশুদের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। যেমনঃ
- শিশুর মাথার তালু সংবেদনশীল হয় তাই প্রাকৃতিক হেয়ার প্যাকগুলো বা কসমেটিক পণ্যের ব্যবহার এড়িয়ে যাওয়া উচিত
- শিশুর মাথায় হেয়ার কন্ডিশনারও ব্যবহার করা উচিত নয়। তেলই হচ্ছে শিশুর চুলের জন্য সবচেয়ে ভালো কন্ডিশনার
- হেয়ার কালার (এমনকি অস্থায়ী হলেও), হেয়ার স্প্রে ও অন্যান্য হিট ট্রিটমেন্ট অবশ্যই পরিহার করুন।
- শিশুর চুল শুকাতে ড্রায়ার বা চুল সেট করতে হেয়ার আয়রন ব্যবহার করা উচিত নয়।
- চুলে খুশকির সমস্যা হলে সপ্তাহে এক দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করুন।