নারীদের ডিম্বানু বলতে কি বুঝায়? অার এই ডিম্বপাত কখন হয়? বুঝিয়ে বলবেন কি?

গর্ভধারণের জন্য শুক্রাণু ও ডিম্বাণুর দরকার হয়।

পুরুষের বীর্যে সন্তান উৎপাদনের যে কীট থাকে, তাকে শুক্রাণু বলে। আর নারীর মধ্যে থাকে জরায়ুর দুই পাশে দুটি ডিম্বাশয়। সে ডিম্বাশয় থেকে প্রতি ২৮ দিন পরপর পরিপক্ব ডিম্ব ফেলুপিউন টিউবে বের হয়ে আসে , সেটাই হল ডিম্বাণু।

সাধারণত পিরিয়ডের ১৪ দিন আগে ডিম্বপাত হয়ে থাকে। তখন গর্ভবতী হওয়ার খুবই সম্ভাবনা থাকে।

Sharing is caring!

Comments are closed.