শিশুর চোখে আঘাতজনিত সমস্যা প্রতিরোধে কী করবেন? ডা. নাফিস আহম্মেদ চৌধুরী।

আঘাতের কারণে অনেক সময় শিশুদের চোখে সমস্যা হয়। এই সমস্যা প্রতিরোধে করণীয় কী?

ডা. নাফিস আহম্মেদ চৌধুরী। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের চক্ষু বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : শিশুদের আরেকটি সমস্যা হলো আঘাতজনিত সমস্যা। এই সব আঘাতজনিত সমস্যায় শিশুদের চোখ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ক্ষেত্রে আপনার পরামর্শ কী?

উত্তর : এটি প্রতিরোধ করা খুব কঠিন। কারণ, বাচ্চারা সাধারণত খেলাধুলা করবে। হয়তো কলমের খোঁচা বা পেনসিলের খোঁচা লাগছে, অথবা খাতার পৃষ্ঠার আঘাত লাগছে, অথবা অনেক সময় দেখা যায় তার মায়ের শাড়ির আঁচল বা ওড়নার আঁচলের আঘাত পায়। এসব ক্ষেত্রে যারা শিশুর দেখাশোনা করবে তাদের একটু সাবধান থাকতে হবে। বাচ্চাকে যত্ন বেশি নিতে হবে যেন এই ধরনের আঘাত না পায়। সূক্ষ্ম কোনো জিনিস, যেটা ক্ষতি করতে পারে, যেন বাচ্চাদের কাছে না থাকে- সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

প্রশ্ন : শিশুদের চোখের সমস্যা লেজি আই বা অলস চোখ বলতে একটি কথা রয়েছে। সেই বিষয়টি কী?

উত্তর : শিশুর হয়তো চশমা লাগবে, তবে চশমা ব্যবহার করল না। এই ব্যবহার না করার কারণে তার দৃষ্টিশক্তি কমে যাবে। এটি চশমা দিয়েও আর বাড়বে না। তখন দেখা যায় অনেক ক্ষেত্রে ট্যারাও হয়ে যায়। এটিই আসলে লেজি আই।

cl-ntv

Sharing is caring!

Comments are closed.