শিশু বড় হওয়ার পরও বিছানা ভেজায়? ডা. মো. নজরুল ইসলাম আকাশ

অনেক সময় শিশুর রাতে বিছানা ভেজানোর অভ্যাস থাকে। অনেকের ক্ষেত্রে বড় হওয়ার পরও এই অভ্যাসের পরিবর্তন হয় না। এ বিষয়ে  কথা বলেছেন ডা. মো. নজরুল ইসলাম আকাশ। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অনেক সময় দেখা যায় শিশু বড় হয়ে যাওয়ার পরও বিছানায় প্রস্রাব করে। এটি কি কোনো রোগ?

উত্তর : এটাকে বলা হয় নকটারনাল এনারেসিস। অর্থাৎ রাতের বেলা প্রস্রাব করা। একে খুব জটিল রোগ হিসেবে দেখা যাবে না। এটা কিছুটা মেডিকেল সমস্যা বা কিছুটা আমরা অভ্যাস অনুযায়ী চিকিৎসা দিতে পারি।

অর্থাৎ এই সব বাচ্চাকে বিকেলবেলা পানি কম পান করাতে হবে। কফি, চা এ রকম খাবারদাবার বিকেল বেলা কম খাবে। ঘুমানোর আগে প্রস্রাব করিয়ে ঘুম পাড়াতে হবে। বিছানায় যখন যাবে তখন আবার উঠিয়ে প্রস্রাব করাতে হবে। তিন-চার ঘণ্টা পর যদি আবার উঠিয়ে প্রস্রাব করানো হয়, তাহলে সাধারণত এটা দূর হয়।

প্রশ্ন : এর চিকিৎসা কী?

উত্তর : এর চিকিৎসা দরকার হয় না বা ওষুধ দিয়ে এটি ঠিক করা যায় না।

ntv

Sharing is caring!

Comments are closed.