শিশুকে সঠিক পদ্ধতিতে মায়ের দুধ না খাওয়ানোর সমস্যা সমূহ
শিশুকে মায়ের দুধ দেবার সময় দেখতে হবে মা এবং শিশুর অবস্থান ও সংস্থাপন ঠিক আছে কিনা। মা ও শিশুর অবস্থান ও সংস্থাপন সঠিক না হলে মায়ের স্তনে বিভিন্ন সমস্যা দেখা যায়। প্রধান সমস্যা সমূহ হলোঃ
– বোঁটায় ঘা, বোঁটা ফাটা
– স্তন ফোলা
– স্তনের বোঁটা সমতল বা ভিতরে ঢুকে যাওয়া
– বদ্ধনালী ও স্তনের প্রদাহ
– স্তনের ফোঁড়া
– ছত্রাক সংক্রমণ
উপরে উল্লেখিত যেকোনো সমস্যা মায়ের দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের শরনাপন্ন হতে হবে। এবং এইসব সমস্যা থেকে দূরে থাকতে হলে দুধ খাওয়ানোতে পরিবারের মা চাচিদের মাকে সহায়তা করতে হবে।
টি/শা
CLTD: Womenscorner