শিশুর এলার্জি নিয়ে কিছু ভুল ধারণা
শিশুর এলার্জির সমস্যা নিয়ে বাবা-মা সবসময়ই চিন্তিত থাকেন। এই এলার্জি নিয়েও মানুষের ভুল ধারণার অন্ত নেই। যেমনঃ
১. এলার্জিতে বেগুন-ডিম-চিংড়ি-গরুর গোশত খাওয়া যাবেনা এলার্জি হয়েছে শুনে বাচ্চার খাবার প্লেট থেকে বেগুন, ডিম বা চিংড়ি সরিয়ে ফেলবেন না। আমাদের মতো দেশে যেখানে অপুষ্টি স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে প্রবল অন্তরায়, সেখানে নির্দিষ্ট প্রমাণ ছাড়া খাবার বন্ধ করা উচিত নয়। শিশুর কোনো খাবাএ বন্ধ করার আগে ভাবতে হবে। দেখা গেছে, ত্বকের সাথে খাদ্য এলার্জির সম্পর্ক খুব ক্ষীন, যে খাবার থেকে এলার্জি হতে পারে বলে মনে হচ্ছে সেটি সাময়িক বন্ধ রেখে কিছুদিন পর আবার দিয়ে দেখতে হবে। একই ঘটনা যদি আবার ঘটে সেক্ষেত্রে সেই খাবার বন্ধের প্রশ্ন উঠে।
২. এলার্জিতে সাবান বা তেল মাখানো যাবে না এলার্জি হলে যারা শিশুর ত্বকে সাবান বা তেল মাখানো বন্ধ করে দেন তারা মারাত্মক ভুল করেন। এলার্জি হলে আক্রান্ত স্থানে চুলকায় ও দ্রুত সংক্রমনের সম্ভাবনা তৈরি হয়। তাই এলার্জি আক্রান্ত স্থানে সাবান বা তেল মাখালে সংক্রমণ বাড়ে না, কমে। তবে কিছু চর্মরোগে সাবান ব্যবহার করা নিষিদ্ধ, তাই এলার্জি না চর্মরোগ এটা আগে নিশ্চিত করুন।
টি/শা
CLTD: Womenscorner