শিশুদের কি টিভি দেখিয়ে খাওয়ানো উচিত?

প্রশ্ন : শিশুদের কি টিভি দেখিয়ে খাওয়ানো উচিত?

উত্তর : একেবারে উচিত নয়।

এতে করে শিশুর একটি শর্তাধীন অবস্থা তৈরি হয়।

শিশু টিভি এবং খাওয়ার মধ্যে একটা সম্পর্ক বানিয়ে নেয়। ফলে টিভি ছাড়া সে পরে আর খেতে চায় না।

এছাড়া টিভি দেখায় ব্যস্ত থাকায় সে খাবারের স্বাদ ঠিকমতো নিতে পারে না। এতে হজমের সমস্যা হয়।

কে/এস

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.