শিশুর প্রথম দাঁত পড়া

শিশুদের প্রথম দাঁতকে প্রাইমারি টুথ বলে। সাধারণত ছয় বছর বয়সে এই দাঁত পড়ে যায়। এবং সেখানে নতুন স্থায়ী দাঁত ওঠে। ছেলেদের আগে সাধারণত মেয়েদের দাঁত পড়ে।

সাধারণত সামনের পাটির নিচের দুটি দাঁত, তারপর সামনের দুটি দাঁত, তারপর পাশের ধারালো দাঁত পরে। ১০ থেকে ১২ বছরে মাঝে সব দাঁত ওঠে যায়। কোনো দূর্ঘটনা বা দন্তক্ষয় এর কারণে দাঁত পড়ে যেতে পারে।

শিশুরা কোনো কোনো ক্ষেত্রে এই দাঁত পড়া নিয়ে অনেক ভয়ের মাঝে থাকে। নতুন দাঁত ওঠার সময় শিশুকে ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ানো দরকার। প্রতিদিন ব্রাশ করানো শেখান এইভাবে প্রথম থেকে দাঁতে যত্ন নিলে কোনো ভয় থাকবে না।

যাদের মাত্র দাঁত উঠেছে তাদের দাঁতের যত্ন নিতে হবে কি না? এমন প্রশ্ন অনেকের মনেই দেখা দেয়। আবার অনেকে শিশুদের দাঁতের ব্যাপারে একদমই মনোযোগী হয়না। অথচ বাস্তবতা হলো ছোট শিশু যার মুক্তার দানার মতো দাঁত, যার মাত্র দাঁত গজাচ্ছে তার দাঁতেও ক্ষয়রোগ আক্রান্ত হতে পারে। শিশু যদি দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, তাহলে তার দাঁতের ফাঁকে আটকে থাকা দুধ এবং ব্যাকটেরিয়ার কারণে দন্তক্ষয় দেখা দিতে পারে। তাই শিশুর প্রথম দাঁত ওঠা থেকেই সচেতন হোন।

কে/এস

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.