১ বছর বয়সি বাচ্চাদের জন্য মাছের চপ রেসিপি

অনেক সময় বাচ্চারা রান্না মাছ খেতে চায় না সেক্ষত্রে এটা খুবই কাজে দেবে।

উপকরণঃ

– যেকোন মাছের কাটা বেছে কিমা করা

– আলু মিহি কুচি,

– যেকোন শাক বা সবজি মিহি কুচি

– চালের গুড়া,

– আদা বাটা,

– জিরা গুড়া,

– লবণ স্বাদমতো

সব উপকরণ গুলো একটু আদা বাটা, জিরা গুড়া আর লবন দিয়ে মেখে রাখুন। এরপর সব একসাথে ব্লেন্ড করে বা পাটায় বেটে নিতে পারেন। তারপর কাটলেট এর মতো আকার দিয়ে হালকা তেলে চপ ভেজে বাচ্চাকে খাওয়ান। বিকেলের নাস্তায়, অথবা যেকোনো সময় খাওয়াতে পারেন।

কে/এস

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.