শিশুর স্পর্শকাতর ত্বকের যত্ন

শিশুর স্পর্শকাতর ত্বকের প্রয়োজন বাড়তি যত্নের। জেনে নিন, কী কী জিনিস সাথে রাখলে আপনার কাজটা খানিক সহজ হবে।

১. শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুনঃ শিশুকে পরিচ্ছন্ন রাখা খুব জরুরি, তবে তার মানে এই না যে বারবার গোসল করাতে হবে। গোসল বাদ দিয়ে দিনের বাকি সময় ব্যবহার করুন ভালো মানে ওয়াইপস বা ভেজা টিস্যু।

২. বাড়তি যত্ন নিন ডায়াপার এরিয়ারঃ শিশুর শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গের মধ্যে ডায়াপার এরিয়া বেশি সেনসিটিভ। কারণ, এই জায়গা সবসময় ভেজা থাকে এবং বাতাসও পায় না। র‍্যাশ ও অস্বস্তি আটকাতে তাই সাথে রাখুনঃ ভালো মানের ডায়াপার, ডায়াপার র‍্যাশ ক্রীম।

৩. আদ্র রাখুন শিশুর ত্বকঃ ভালো মনের ময়শ্চারাইজার ব্যবহার করুন শিশুর ত্বকে। এতে শিশুর ত্বক আদ্র থাকে এবং র‍্যাশ হওয়ার সম্ভাবনা কমে যায়।

৪. নরম সুতির কাপড় ব্যবহার করুনঃ অস্বস্তি, এলার্জি বা যেকোনো রোগ বেশি ছড়ায় জামাকাপড়, বিছানা বা কম্বল থেকে। এসবের থেকে রেহায় পেতে ব্যবহার করুন সুতি কাপড়। শিশুর কম্বলও যেনো নরম হয়।

৫. রোদ এড়িয়ে চলুনঃ প্রচন্ড রোদে জ্বালাভাব, এলার্জি বাড়তে পারে শিশুর ত্বকে। শিশুকে নিয়ে বাইরে বের হলে পাতলা হাত পা ঢাকা জামা পরান। দেড় বছরের বেশি বয়স হলে ব্যবহার করতে পারেন বেবি সানস্ক্রিন লোশন।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.