বাচ্চার খাবারে মশলার ম্যাজিক

বাচ্চা শক্ত খাবার খাওয়া শুরু করলে ধীরে ধীরে খাবারের মশলার ব্যবহার শুরু করা হয়। এসব মশলার আছে অনেক গুনাগুন। ৫ টি মশলার উপকারীতা দেখে নিন আজ।

১. জিরা (৯ মাস)

– কলিক কমায়, হজম ক্ষমতা বাড়ায়

– সর্দিকাশির ঘরোয়া উপশম

– রক্তে হিমোগ্লোবিন বাড়ায়

– অন্ত্রে সংক্রমণ প্রতিরোধ করে

– বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখে রাতভর

২. হলুদ গুড়া (৬-৭ মাস)

– রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

– এন্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে

– একজিমার মতো চর্ম রোগ দূরে রাখে

৩. ধনিয়া (৮ মাস+)

– বাচ্চার পেটে গ্যাসের সমস্যা কমায়

– চটজলদি হজম করায় খাবার

– এন্টিসেপটিক হিসেবে কাজ করে

– ডায়রিয়া, পেট খারাপ সারিয়ে তোলে

৪. দারুচিনি (৮ মাস+)

– শরীরে প্রদাহের আশঙ্কা কমায়

– মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে

– নাক বন্ধে রেহায় দেয়

৫. সরিষা (৮-৯ মাস)

– সর্দিকাশি সারানোর ঘরোয়া সমাধান

– ত্বকের সংক্রমণ রোধ করে

– বাচ্চাদের হাড় শক্ত করে

– চুল সুন্দর করে

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.