বাচ্চার ডায়াপার হাইজিন রুটিন

ডায়াপার র‍্যাশ, নামটা শুনেই আঁতকে উঠেন অনেক মা-বাবা। কিন্তু কিছু সহজ নিয়ম মেনে চললেই এই র‍্যাশ এর জ্বালা থেকে বাচ্চাকে মুক্তি দিতে পারেন আপনি।
কীভাবে? জেনে নিন বিস্তারিত….

১. ঘনঘন ডায়াপার বদল করুন
তিন ঘন্টা পরপর বদলে দিন বাচ্চার ডায়াপার। নতুন ডায়াপার পরানোর আগে ভেজা টিস্যু দিয়ে মুছে দিন বাচ্চার নিম্নাঙ্গ।

২. মোছার সময় বাড়তি সতর্কতা
ছেলে হোক বা মেয়ে সবসময় সামনে থেকে পেছনের দিকে আলতো করে পরিষ্কার করুন। কখনো পেছনে থেকে সামনে নয়, কারণ এতে উৎপাত বাড়ে জীবানুর। মাঝেমধ্যে পরিষ্কার করতে কুসুম গরম পানি ব্যবহার করুন।

৩. ডায়াপার এড়িয়া শুকনো রাখুন
মোছানোর পর শুকিয়ে নেওয়াটাও জরুরি। খেয়াল রাখুন ত্বকের ভাঁজ গুলো শুকনো কিনা। নতুন ডায়াপার পরানোর আগে আবহাওয়া বুঝে মাখিয়ে নিন লোশন বা ক্রীম।

৪. নোংরা ডায়াপার ফেলবেন যেভাবে
ভাঁজ করে তবেই ফেলুন বাচ্চার ব্যবহৃত ডায়াপার। দুর্গন্ধ দূর করতে ও জীবাণুর হাত থেকে রেহায় পেতে ময়লার বালতি রোজ পরিষ্কার করুন।

৫. মায়ের জন্য সতর্কতা
যদি মনে হয় র‍্যাশ উঠছে তাহলে ডায়াপার পরানো বন্ধ রাখুন। বাচ্চাকে আরাম দিতে ব্যবহার করুন র‍্যাশ ক্রীম। বেশি সমস্যা মনে হলে ডাক্তারের শরনাপন্ন হোন।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.