বাবুর কোষ্ঠকাঠিন্য হচ্ছে? ঘরোয়া সমাধান জেনে নিন!

কোষ্ঠকাঠিন্য সারাতে ফলের রসের জুরি নেই।
 

উপকরণঃ
 

– মাঝারি সাইজের একটি আপেল
 
– ১/৪ কাপ বেদানার দানা
 
– কিশমিশ ২ টেবিল চামচ
 

– পানি পরিমাণমতো
 
প্রস্তুতপ্রনালীঃ
 
– আধা কাপ গরম পানিতে কিশমিশ গুলো ভিজিয়ে রাখুন।
 

– আপেলের খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিন।
 
– এবার ব্লেন্ডার জারে আধা কাপ পানি, আপেল কুচি, কিশমিশ এবং বেদানার দানা দিয়ে ব্লেন্ড করে নিন।
 

– ব্লেন্ড করা ফলের মিশ্রণ ছেঁকে নিন। এবং বাবুকে খাওয়ান।
 

এই ফলের রসের মিশ্রণ খাওয়ালে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সারবে মাজিকের মতো। ৮ মাসের বেশি বয়সি বাচ্চাদের জন্য এই টোটকা।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.