জেনে নিন কন্যাসন্তানের আত্মবিশ্বাস বাড়াতে আপনার করণীয়

প্রত্যেক বাবা-মায়ের ওপরই দায়িত্ব থাকে সন্তানকে পরিবার ও সমাজের একজন যথাযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। এ দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখেন না বাবা-মা। তবে এক্ষেত্রে কন্যাসন্তানের আত্মবিশ্বাস বাড়াতে একটু বাড়তি খেয়াল রাখা জরুরী। আর এর প্রথম পদক্ষেপ ঘর থেকেই শুরু করা উচিত।

বর্তমান যুগে অনেক পরিবারে ছেলে ও মেয়ের বিভেদ দেখা যায়। খাবার থেকে শুরু করে চলাফেরা এমনকি খেলাধুলাতেও ছেলে-মেয়ের বিভেদ শিশুমনে নেতিবাচক প্রভাব ফেলে। একটি মেয়ে শুধু পুতুল বা বাসনপত্র নিয়ে খেলবে আর ছেলেরা শুধু গাড়ি নিয়ে খেলবে।

এসব ধারণা কিন্তু ছেলেমেয়েরা তাদের পরিবার থেকেই প্রথমে পায়। কিন্তু আপনি যদি আপনার মেয়েকে আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে ভবিষ্যতে দেখতে চান তাহলে প্রথম থেকেই তার বিকাশের বিষয়ে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করুন যেমন:

– বিভিন্ন বিষয় সম্পর্কে তার মতামত নেওয়ার চেষ্টা করুন। এতে শিশুর কথা বলার আগ্রহ বাড়বে।

– শিশুরা দুষ্টুমি করবেই। এভাবে খেলার ছলে মেয়ের প্রতিভার বিকাশ ঘটাতে হবে। কখনো গায়ে হাত তুলবেন না।

– শিশুর সামনে কখনো অন্যদের শারীরিক গড়ন কিংবা ত্বকের রঙ নিয়ে উপহাস করবেন না। এর প্রভাব পড়বে শিশুর উপর।

– কখনো মেয়েকে বলবেন না ঘরের কাজেও বাড়তি মনোযোগ দিতে হবে। ঘরের কাজের গণ্ডি ছাড়িয়ে বড় স্বপ্ন দেখাতে শেখান।

– ধীরে ধীরে শিশুকে ভালো-মন্দ, বিপদজনক কাজ, নিরাপদ থাকার কৌশল এসব বিষয়ে শিক্ষা দিন এতে শিশু নিরাপদে থাকতে পারবে।

– শিশুকাল থেকে সন্তানকে সাইকেল চালানো শেখানো, ছবি আঁকা, নাচ গান ইত্যাদি শেখানে যেতে পারে। এসব শিখলে শিশুর নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়বে।

– অন্যের সামনে কখনো শিশুকে নাচতে বা গাইতে বলে বিব্রত করবেন না। এতে শিশুর আত্মবিশ্বাস কমে যায়। মনে রাখবেন সবাইকে বিনোদিত করা কিন্তু আপনার কন্যার কাজ নয়।

– সমাজের কন্যা শিশুকে নিয়ে অনেক কুসংস্কার ও ট্যাবু আছে। মেয়েদের এটা করা উচিত, এটা করা উচিত নয়, ই তাদের প্রভাব যেন ছোটবেলাতেই শিশুর উপর না পড়ে সেদিকে খেয়াল রাখুন। মনে করুন আপনি তার সমাজ।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.