শিশু খেতে চাচ্ছে না? শিশুকে খাওয়ানোর সহজ উপায় জানুন

শিশুকে খাবার খাওয়ানো নিয়ে দুশ্চিন্তা যেন বাবা-মায়ের নিত্যসঙ্গী। কি করলে শিশু আগ্রহ নিয়ে খাবে জেনে নিন সে সম্পর্কে।

– শিশুর সামনে তার খাদ্যভ্যাস নিয়ে বারবার অভিযোগ করবেন না। বরং স্বাস্থ্যের খাবার অল্প পরিমাণে খেলে ও তাদের প্রশংসা করুন এবং উৎসাহ দিন।

– শিশুর জাঙ্ক ফুডে অভ্যস্ত হয়ে পড়লে ধীরে ধীরে সেটি কমানোর চেষ্টা করুন। জাঙ্কফুড খাওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া বা স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য অতিরিক্ত জোরাজুরি করা বরং উল্টো ফল বয়ে আনবে।

– শিশু না খেতে চাইলে বকাঝকা বা জোরজবরদস্তি করবেন না। এটা খাবার নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারে শিশু। বরং অল্প অল্প করে বারবার খাবার দিন প্রয়োজনে।

– প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে শিশুর অরুচি হয়ে যেতে পারে। অরুচির কারণে অনেক সময় শিশু খেতে চায় না। এক্ষেত্রে কিছুদিন পরপর নতুন খাবার বানিয়ে শিশুকে দিন। এতে স্বাদে পরিবর্তন আসবে।

– শিশুর সঙ্গে বসে আপনি ও খান। শিশু খেতে আগ্রহ বোধ করবে।

– মাঝে মাঝে স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য শিশুর পছন্দের কোন খাবার ট্রিট দিতে পারেন।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.