বাচ্চার ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ করবে ঘরোয়া টোটকা

খেলতে গিয়ে হোঁচট খেয়ে কিংবা হাঁটতে পড়ে গিয়ে রক্তপাত হতে পারে। ভয় পাবেন না, খুব সহজে ঘরোয়াভাবে আপনি সামলাতে পারবেন এই সমস্যা। আসুন জেনে নেই…

বরফঃ রক্তপাত বন্ধের সবচেয়ে সহজ উপায় হলো বরফ। আপনার বাচ্চার ক্ষতস্থানে বরফের টুকরা চেপে ধরে রাখুন। কিছুক্ষণ পরেই দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে।

কফি পাউডারঃ রক্তপাত বন্ধ করতে বেশ কার্যকর কফি পাউডার। যেখানে কেটে গেছে সেখানে কফি পাউডার ছিটিয়ে দিন। দেখবেন কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়ে গেছে।

লবণ পানিঃ লবণ পানি রক্তপাত বন্ধ করতে প্রাকৃতিক প্রতিষেধক। অল্প পানিতে এক চিমটি লবণ দিয়ে দিন। এ পানি কাটা অংশ সংস্পর্শে এলে একটু জ্বালা করবে, তবে কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে রক্তপাত।


হলুদের গুঁড়োঃ
হলুদ গুঁড়ো প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। আর এটি আপনার রান্নাঘরে সবসময়ই পাবেন। বাচ্চার কাটাস্থানে লাগিয়ে নিন হলুদ গুঁড়ো। দেখবেন কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হবে।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.