বাচ্চার খিদে নেই? খিদে বাড়ানোর টিপস
বাচ্চাদের খিদে বাড়ানোর ঘরোয়া টিপস জানাবো আজ। বছর খানেকের বাচ্চার জন্য কার্যকর হবে এটি।
– লেবুর রস, বিট লবণ ও চিনি মেশানো পানি বাচ্চাকে খেতে দিন খাবারের আগে। কাজ হবে মুহুর্তেই।
– লেবুর রস দেওয়া আদা কুচি বাচ্চাকে চিবিয়ে খেতে দিন। তৎক্ষনাৎ বাড়বে খিদে।
– দই গোলা পানিতে রোস্টেড জিরা, ধনে, বিট লবণ মিলিয়ে বাচ্চাকে দিন। খিদে বাড়বে নিমিষেই।
CLTD: Womenscorner