বাচ্চার খাবারে ব্যবহার করুন অলিভ অয়েল, জানুন উপকারিতা!

ছোট বাচ্চার খাবার রান্না করুন খাঁটি অলিভ অয়েল দিয়ে। স্বাদে-গুণে আপনার বাচ্চার প্রতিটা খাবার হয়ে উঠবে স্বাস্থ্যকর, অনন্য।

আসুন জেনে নেই, অলিভ অয়েল বা জলপাইয়ের তেলের উপকারিতা…

– অ্যান্টি অক্সিডেন্ট ও নানা পুষ্টিগুণে সমৃদ্ধ বলে বাচ্চার খাবারে ব্যবহার করলে খাবার হবে আরও বেশি স্বাস্থ্যকর।

– শরীরের প্রদাহ কমায়, শিশুর শ্বাসকষ্ট প্রতিরোধ করে।

– অলিভ অয়েল পেটের জন্য খুবই ভালো, কোষ্ঠকাঠিন্য কমায়।

– কলিক শিশুদের আরাম দেয়, গ্যাসের সমস্যা কমায়।

– উচ্চ-ক্যালরিযুক্ত, বাচ্চার ওজন বাড়ে তাড়াতাড়ি।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.