শিশুকে সর্দি-কাশি থেকে মুক্তি দিবে ঘরোয়া উপকরণ!
সর্দি-কাশিতে শিশু নাজেহাল হয়ে যায়। প্রায় সময়ই ঔষধে কাজ হয়না। শিশুর সর্দি-কাশিতে ভরসা রাখুন ঘরোয়া উপকরণে। আসুন জেনে নেই পদ্ধতি…
উপকরণঃ
– তুলসী পাতা ৪-৬ টি,
– জোয়ান ও হিং সামান্য,
– ছাড়ানো আদা আধ ইঞ্চি,
– বড় তেজপাতা ১টি।
পদ্ধতিঃ
– সবগুলো বেটে রস বানিয়ে নিন।
– ছেঁকে নিয়ে পাত্রে ঢালুন।
– স্বাদের জন্য খাঁটি গুড় মিশিয়ে নিন।
– ৫ এম এল করে দিনে তিনবার খাওয়ান শিশুকে।
CLTD: Womenscorner