এক বছরের আগে বাচ্চাকে বিস্কুট নয়!

আপনার বাচ্চাকে এক বছরের আগে বিস্কুট দিবেন না, এতে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়।

আসুন জেনে নেই, এক বছরের আগে বিস্কুট দেওয়া কেন উচিত নয়।

– শুধুই ময়দার ঢেলা, এতে কোন পুষ্টিমান নেই।

– ক্ষতিকর উপাদান থাকে, যা এক বছরের কম বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর।

– শুধুই পেট ভরে!

– নেই কোন পুষ্টি উপাদান।

– এক বছরের আগে বাচ্চাকে বিস্কুট দিলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।

– অত্যাধিক চিনি থাকে, যা বাচ্চার জন্য ক্ষতিকর।

– অ্যালার্জির ভয় রয়েছে।

– প্রিজারভেটভ দেওয়া, যা এক বছরের কম বাচ্চাদের জন্য ক্ষতিকর।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.