সন্তানকে ভালো মানুষ করে গড়ে তুলতে সামাজিক দক্ষতা শেখান

শিশুকাল থেকেই আপনার সন্তানকে সামাজিক দক্ষতার চর্চা করান, এতে আপনার সন্তান সামাজিক গুণাবলির পাশাপাশি হয়ে উঠবে একজন ভালো মানুষ। জেনে নিন শিশুকে কোন সামাজিক দক্ষতাগুলো গুরুত্ব দিয়ে শেখাবেন…

– সম্ভাষণ এবং অভিবাদন জানাতে শেখান সন্তানকে। বাড়িতে অতিথি আসলে কুশল বিনিময় করতে বলুন।

– বন্ধুদের সঙ্গে খেলনা ভাগ করে একসঙ্গে খেলতে দিন।

– গল্প করার পাশাপাশি অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা জরুরী। শেখান এ বিষয়টিও।

– অন্যকে সাহায্য করতে শেখানো বড় দলের সঙ্গে কাজ বা খেলা করতে উৎসাহিত করুন।

– সন্তান কিছু চাইলে সাথে সাথে দিয়ে দিবেন না। তাকে ধৈর্য ধরতে শেখো জীবনের সবকিছুতেই ধৈর্য ধরা জরুরি।

CLTD: womenscorner

Sharing is caring!

Comments are closed.