শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করবে যেসব কাজ

শিশুর মস্তিষ্ক গঠনে ভূমিকা রাখে ক্রসিং দ্যা মিডলাইন অ্যাক্টিভিটিজ। এটা আসলে কি? হাত বা পা কেশরের মাঝ বরাবর ঘোরান‌ই ক্রসিং দ্যা মিডলাইন অ্যাকটিভিটিজ। একে ব্রেইন বুষ্টিং এক্সারসাইজ ও বলে। জেনে নিন ক্রসিং দ্যা মিডলাইন অ্যাকটিভিটিজ কোনগুলো…

ঘরের কাজে সাহায্য করতে দিন তাকে: জানালার কাচ পরিষ্কার, ডাইনিং টেবিলে প্লেট- গ্লাস গুছিয়ে রাখার মতো ছোট ছোট কাজ সন্তানকে করতে দিন।

বাছাই করতে দিন: রঙ, ছবি ইত্যাদি থেকে শিশুকে বাছাই করতে দিন। গাছ, পশুপাখি, বৃত্ত, ত্রিভুজ বা বর্গাকার আলাদা করতে বলুন।

ইংরেজির ৮: আর্ট পেপারে বড় করে ইংরেজির ৮ আঁকতে বলুন। অথবা ইনফিনিটির চিহ্ন। এরপর সেটা রঙ করতে বলুন।

রঙ করুক ইচ্ছে মতো: ছবি আঁকা এবং রং করার অভ্যাস শিশুর সৃজনশীলতা বাড়ায়। তাকে রং করতে উৎসাহিত করুন।

সাইড বেন্ড: প্রথমে পা ফাঁকা করে সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপর কোমর পর্যন্ত শরীর সোজা রেখে সাইডে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পা ( বাম হাত বাম কানের সঙ্গে লেগে থাকবে ) এবং বাম হাত দিয়ে বাম পা স্পর্শ করার চেষ্টা করতে হবে।

CLTD: womenscorner

Sharing is caring!

Comments are closed.