সন্তানকে শৃঙ্খলা শেখাতে জানুন কিছু টিপস

পিতা-মাতা হিসেবে সন্তানকে আদর্শ শিক্ষা দিয়ে সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে তোলাই হলো সবচেয়ে বড় কর্তব্য।

অনেক অভিভাবক সন্তানকে সুশিক্ষা দিতে গিয়ে কড়া শাসন করে বসেন। এটা ফলাফল হিতে বিপরীত হতে পারে। সন্তানকে সুশিক্ষা দিতে প্রয়োজন ধৈর্য এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি।

শারীরিক শাস্তি থেকে বিরত থাকা: দৈহিক শাস্তি, যেমন- থাপ্পড়, ঝাকুনি বা চড় ইত্যাদি সন্তানদের মাঝে ভয় জাগিয়ে তুলতে পারে।

বিশ্বাসের সমস্যা তৈরি করতে পারে এবং প্রাপ্তবয়স্কদের মতো হিংসাত্মক এবং আক্রমণাত্মক আচরণ করতে সন্তানদের উৎসাহিত করতে পারে। সন্তানদের জন্য শারীরিক শাস্তির বিকল্প চিন্তা করতে হবে।

ইতিবাচক অনুপ্রেরণা: সন্তান কোন কাজ সফলতার সঙ্গে সম্পন্ন করে থাকলে তার জন্য সাধুবাদ জানানো উচিত। সন্তানের কাজের প্রশংসা করা তার ওপর ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যান্য কাজে অনুপ্রেরণা দেয়।

নিজের প্রতি যত্নশীল হওয়া: বড়রাও অনেক সময় ভুল করেন। কোন ভুল করলে তার জন্য হতাশাগ্রস্ত না হয়ে বরং নিজের উপর সহানুভূতিশীল আচরণ করতে হবে এবং ক্ষমা করে দেওয়ার মনোভাব রাখতে হবে।

CLTD: womenscorner

Sharing is caring!

Comments are closed.