বই পড়ায় আগ্রহী করে তুলুন সন্তানকে

শিশুকে বইয়ে আগ্রহী করে তুলতে বাবা-মাকে পালন করতে হবে মুখ্য ভূমিকা। জেনে নিন শিশুকে কিভাবে বই পড়ার অভ্যাস করাবেন।

– প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শিশুকে বই নিয়ে পড়ান। শিশু যে ব‌ইয়ে আগ্রহ পায়, বেছে নিন সে ব‌ইটিই।

– শিশুদের ব‌ই পড়ে শোনান। রাতে ঘুমের আগে গল্পের বই পড়ে শোনাতে পারেন।

– অনেক সময় শিশু এক‌ই গল্প বারবার শুনতে চায়। বিরক্তি না হয়ে তাকে বারবার পড়ে শোনান।

– বড় ও রঙিন ছবি দেওয়া বই তুলে দিতে পারেন শিশুর হাতে । সে আগ্রহ হবে।

– লাইব্রেরি বা বুক শপে নিয়ে যান সন্তানকে। সেখানে সময় কাটান।

– বন্ধুদের সঙ্গে ব‌ই পড়া বিষয়ক গ্রুপ তৈরি করতে বলুন। সবার পড়া ব‌ই নিয়ে আলোচনা করতে উৎসাহ দিন।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.