সন্তান মিশতে পারে না? স্মার্ট করে তুলবেন যেসব উপায়ে

লোকজনের সামনে আপনার সন্তান চুপচাপ হয়ে যায়? মিশতে চায় না? মানুষ দেখলে সে কি পালিয়ে বাঁচতে চায়? তাহলে আপনার সন্তানকে স্মার্ট করতে জানুন কিছু বিষয়…

সন্তানকে মিশতে দিন: অনেক অভিভাবক তার সন্তানকে কাছ ছাড়া করেন না। যে কোন অনুষ্ঠান বাড়ি বা বেড়াতে গিয়ে ও সব সময় সন্তানকে কিছু না কিছু দিয়ে চোখের সামনে বন্দি করে বসিয়ে রাখেন।

অভিযোগ নয়: সন্তানের সামনে তার নেতিবাচক দিক নিয়ে হাসি ঠাট্টা মশকরা একেবারেই নয়। অতিরিক্ত রাগ দেখালেও চলবে না। বরং সে যাতে সকলের সঙ্গে আলাপ করতে চায়, বন্ধুত্ব করতে পারে সে ক্ষেত্রে নিজেই এগিয়ে আসুন।

উত্তর দিতে দিন সন্তানকে: অচেনা কেউ কিছু জিজ্ঞাসা করলে অনেক সময় অনেক শিশুই তার উত্তর দিতে চায় না। এসময় অনেক বাবা মা জবাব দেন নিজেই, এমন করবেন না।

পারফর্ম করার চাপ নয়: সন্তানের কোনো বিশেষ গুণ থাকলে তা বাইরের কারো সামনে প্রকাশ করার অভ্যাস ছোট থেকে তৈরি হওয়া ভালো।

খেলতে দিন: বাড়ি বন্দি করে না রেখে প্রতিদিন তাকে বাইরের আরো কয়েকজন শিশুর সঙ্গে মিশতে দিন। কোন খেলার মাঠ বা পার্ক থাকলে সেখানে তাকে নিয়ে গিয়ে খেলতে দিন।

বুদ্ধি খরচ: শিশুর মেলামেশার জড়তা আছে বুঝলে টুকটাক দায়িত্ব তাকে এগিয়ে দিন। পরিচিত কেউ এলে এটা ওটা এগিয়ে দিতে বলবেন। এতে ভয় কেটে যাবে।

CLTD: womenscorner

Sharing is caring!

Comments are closed.