বাচ্চার ওজন বাড়াবে ড্রাই ফ্রুটস পাউডার

বাচ্চার ওজন বাড়াতে কত কিছুই করছেন, কিন্তু ওজন বাড়ছে না কোনভাবেই? তাহলে আজ জানুন ড্রাই ফ্রুটস পাউডার সম্পর্কে, যা আপনার শিশুর ওজন বাড়াতে সাহায্য করবে।

উপকরণঃ

  • আমন্ড,
  • আখরোট,
  • কাজু,
  • পেস্তা।

পদ্ধতিঃ

আমন্ড, আখরোট, কাজু, পেস্তা শুকনো তাওয়ায় ভেজে নিন।

ঠান্ডা হলে সব উপকরণ ব্লেন্ডারে পেস্ট করে নিন।

এটা কিন্তু পাউডারের মতো অতো মসৃণ হবেনা।

এয়ার টাইট কন্টেইনারে রেখে একমাস অবধি রেখে দিন।

Sharing is caring!

Comments are closed.