মায়ের পিছু নিয়ে পুকুরে পড়ে গেল মিহি, ভেসে উঠল লা’শ

ভোলায় খেলা করার সময় পুকুরে ডুবে মিহি (১) নামে এক শিশুর মৃ’ত্যু’ হয়েছে।

সে ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দিদারুউল্লাহ গ্রামের এরশাদুল ইলামের মেয়ে।

রোববার (২৬ জুলাই) ওই গ্রামের জামাল মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

তার বাবা এরশাদুল ইসলাম জানান, মিহিরের মা মরিয়ম সকালে ঘরের কাজ নিয়ে ব্য’স্ত ছিল।

ঘরের হাড়ি, পাতিল ও বাসন ধুতে তার মা পুকুরে যায়। এ সময় মিহিও মায়ের পিছু পিছু যায়। মেয়েকে পুকুর পাড়ে রেখে কাজে ব্য’স্ত হয়ে পড়ে তার মা। এরই মাঝে মিহি পুকুরে প’ড়ে যায়।

তিনি আরও জানান, অনেকক্ষণ ধরে মিহিকে না দেখতে পেয়ে তার মাসহ পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে।

পরে পুকুরে মিহিকে ভাসতে দেখে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃ’ত’ বলে ঘোষণা করেন।

দৌলতখান থানা পুলিশের ওসি মো. রজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

jagonews24

Sharing is caring!

Comments are closed.