ভৈরবে করোনা আক্রান্ত শিশু সুস্থ হয়ে ফিরলো মায়ের বুকে

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত ১৫ মাস বয়সী শিশু সুস্থ হয়ে মায়ের বুকে ফিরেছে।

গতকাল মঙ্গলবার শিশুটির করোনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এলে তাকে বাড়ি পাঠানো হয়।

শিশুটি সুস্থ হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বাবা-মাসহ স্বজনদের মধ্যে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, শিশুটির মা ও বাবা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত।

শিশুটি আক্রান্ত হওয়ার আগে বাবা সেলিম মিয়া গত ১৯ এপ্রিল এবং মা ২১ এপ্রিল করোনায় আক্রান্ত হন।

তাদের সংস্পর্শ এড়াতে শিশুটিকে সেলিম মিয়ার ভাতিজির বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরে শিশুটির করোনা টেস্ট করলে গত ৩০ এপ্রিল পজেটিভ রিপোর্ট এলে স্বজনরা সবাই আতংকিত হয়ে পড়েন। ভাতিজির বাড়িতে হোম কোয়ারেন্টিনে রেখে তাঁর চিকিৎসা চলতে থাকে।

গত ৪ মে বাবা-মা দুজনের নেগেটিভ রিপোর্ট এলেও শিশুটিকে মায়ের কাছে আনা হয়নি। গতকাল শিশুটির নেগেটিভ রিপোর্ট এলে শিশুটিকে মায়ের কাছে বাসায় আনা হয়।

শিশুটির বাবা মো. সেলিম মিয়া জানান, হাসপাতালে আমরা দুজনই চাকরি করতে গিয়ে সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছিলাম। এতদিন খুবই আতংকে ছিলাম। আল্লাহ রহমত করেছেন আমাদের।

বিশেষ করে আমার শিশু আক্রান্তে আমরা দুজনই চিন্তিত ছিলাম। তার মা শিশুকে কাছে পেয়ে ভীষণ খুশি হয়েছেন। ১২ দিন পর শিশুটি বুকের দুধ খেয়েছে।

ntvbd

Sharing is caring!

Comments are closed.