স্তন ক্যানসার প্রতিরোধে করণীয়! ডা. অসীম কুমার সেনগুপ্ত।
বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসার প্রতিরোধযোগ্য। এ জন্য কী করণীয়?
উত্তর : হ্যাঁ, স্তন ক্যানসার অনেক ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য। সচেতনতা দিয়েই প্রতিরোধ শুরু করতে হয়। প্রতিরোধের জন্য সতর্ক হতে হবে। শহর এলাকায় লোকজন মোটামুটি সচেতন থাকে, তারা উন্নত বিশ্বের সঙ্গে সমানতালে চলার চেষ্টা করে। তবে গ্রামেগঞ্জে আমাদের মা-বোনরা যেখানে রয়েছেন, সেখানে সচেতনতা খুব বেশি বাড়ানো উচিত বলে আমরা মনে করি।
সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলে একটি পদ্ধতি রয়েছে। নিজেই নিজের স্তন পরীক্ষা করা যায়। সেখানে যদি কোনো সন্দেহজনক কিছু থাকে, কোনো চাকা থাকে, কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে নিকটস্থ কোনো চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ করতে হবে।
এ ছাড়া সরকারি বা বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, সেখানে স্ক্রিনিং প্রক্রিয়াগুলো সুবিধাজনক করতে হবে যেন মা-বোনরা সহজে আসতে পারেন। পাশাপাশি যদি চিকিৎসার কথা আলাপ করি, সেটিও যদি চিন্তা করি, যন্ত্রগুলো সহজলভ্য করতে হবে। তবে সবার আগে যেটি বলব রোগীদের সচেতন হতে হবে।
Source:ntv