বারবার অনাকাঙ্ক্ষিত গর্ভপাত? ডা. শারমিন আব্বাসি সহকারী অধ্যাপক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল
গর্ভধারণের পর ২৮ সপ্তাহের মধ্যে গর্ভের শিশু অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট হওয়াকে বলা হয় গর্ভপাত। যদি পরপর দুটি বা তার বেশি গর্ভপাত হয়, তাকে বলা হয় রেকারেন্ট অ্যাবরশন বা ঘন ঘন গর্ভপাত।
কারণ
৬০ শতাংশ গর্ভপাত হয় ভ্রূণের ক্রোমোজোমের অস্বাভাবিকতার কারণে।
মায়ের অতিরিক্ত স্থূলতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, জরায়ুর আকারে অস্বাভাবিকতা, মা বা বাবার জীবাণুর সংক্রমণ, ধূমপান, মদ্যপান বা মাদক সেবন।
বয়স্ক নারীদের (৩৫ বছরের ঊর্ধ্বে) গর্ভপাতের ঝুঁকি বেশি। ইনফার্টিলির চিকিৎসা এবং ওষুধ অনেক সময় ঝুঁকি বাড়ায়।
বারবার গর্ভপাত হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এর কারণ বের করা দরকার। যেমন রক্তের গ্রুপ, ব্লাড সুগার, ক্রোমোজোম পরীক্ষা, হাই ভ্যাজাইনাল সোয়াব কালচার, আলট্রাসনোগ্রাফি, হিস্টোরোসকপি, হিসটিরোসালফিনগোগ্রাফি, ল্যাপারোস্কপি ইত্যাদি।
গর্ভপাতের পরও সুস্থ বাচ্চা হতে পারে। একবার গর্ভপাতের পর দুবার সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার হার প্রতি ১০ জনের মধ্যে ৯ জনেরও বেশি। তাই হতাশ হবেন না। গর্ভপাতের তিন মাস পর পরবর্তী বাচ্চা নেওয়া যাবে। গর্ভপাতের পর রক্তপাত পুরোপুরি বন্ধ হওয়ার আগে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন না। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই একটি মাসিক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিড, এসপিরিন, ভিটামিন ই, সি ক্যাপসুল শুরু করতে পারেন। ওজন নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিস বা থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ন্ত্রণে রাখুন।
খাদ্যাভ্যাসে শাকসবজি, ফলমূল রাখুন। যেকোনো ওষুধ চিকিৎসকের পরামর্শে সেবন করুন।
ডা. শারমিন আব্বাসি
সহকারী অধ্যাপক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল
Source: prothom alo