সুস্থ শিশুর ৭ টি চিহ্ন, মায়েদের মনে রাখা উচিৎ!
প্রতিটি মা ভয় ভয় থাকেন, যখনই তার শিশুটি কাঁদে। আপনার বাচ্চা সুস্থ কি না তা খুঁজে বের করার চেষ্টা করার জন্য আপনি ব্যাকুল। তার ওপর কি একটি নতুন মা? আপনার মন চলমান এই প্রশ্ন দিয়ে? তাহলে জানুন কিভাবে বুঝবেন আপনার শিশু সুস্থ কি না।
১. শিশু নিজেকে সাহায্য করতে পারে
১ মাস বয়সে শিশু বসে থাকা অবস্থায় মাথা তুলে ধরতে পারবে।এর মানে পেশী বর্ধমান.
২.আসে পাশের জিনিস চিনতে শিখেছে
এক সপ্তাহের মধ্যে আঙ্গুল পাক্রাবে ও ১ মাসের মধ্যে চোখে চোখ রাখবে. তারপর আপনার দিকে ঈশারা করবে কলে নিতে.
৩. বেশি খেতে চায়
জন্মের সময় পেট ছোটো থাকে ও বেশি পায়খানা হয়. তাই দিনে প্রায় বারবার খিদে পায়. শক্ত খাবার খেতে হলে ইটা কমে যাবে.
৪. দিনে ১৬ বার খায়
এক বারে না হলেও দিনে প্রায় ১৬ ঘন্টা ঘুমোবে. ৪ মাস বয়স থেকে টানা ৪ ঘন্টা ঘুমোবে.
৫. ৮-১০ বার ডায়পার বদলাতে হবে
এই দেখে বুঝবেন মল বিসর্জন ঠিক হচ্ছে- এখন তাদের খাবার পুরো পানীয় কিনা!
৬.কোনদিকে আওয়াজ হলেই তাকায়
এইটা দেখে বুঝবেন কান ভালো তৈরী হচ্ছে. কিছুদিনে আপনার গলাও চিনতে পারবে!
৭.চারিদিকে তাকায়
১ মাস পর ১২ ইঞ্চি দেখতে পাবে. ২ মাস পো ১৮ ইঞ্চি.চারিদিকে তাকাবে ও শিখতে চাইবে!