শিশু লালন-পালনে কিছু ভুল

শিশু লালন-পালন নিয়ে অনেক ধরনের ভুল ধারণা আমাদের ভেতর প্রচলিত রয়েছে। যেগুলো সঠিক নয়। এমন কিছু ভুল ধারণা এবং এর প্রকৃত সত্য তুলে ধরা হলো।

ভুল ধারণা : চোখ ঠান্ডা রাখার জন্য নবজাতকের চোখে কাজল দেওয়া উচিত।

প্রকৃত সত্য : কাজলের মধ্যে থাকতে পারে লেড নামক বিষাক্ত পদার্থ। এটি চোখ থেকে শোষিত হয়ে রক্তে চলে যেতে পারে এবং শিশুর পেটব্যথা, রক্তশূন্যতা তৈরি করতে পারে। এ ছাড়া দীর্ঘদিনের ব্যবহারে মস্তিষ্কের ক্ষতিসাধনের মাধ্যমে শিশুর বুদ্ধিমত্তা কমে যেতে পারে। এ ছাড়া কাজল দেওয়ার কারণে যেকোনো সময় চোখে সংক্রমণ হতে পারে।

ভুল ধারণা : শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানোর পর কমপক্ষে এক ঘণ্টা কোনো কিছু খাওয়ানো উচিত নয়।

প্রকৃত সত্য : পোলিও ভ্যাকসিন খাওয়ানোর পরই শিশুকে বুকের দুধ কিংবা অন্য কোনো খাবার খাওয়াতে কোনো বাধা নেই।

ভুল ধারণা : ঋতুস্রাবে ভোগা অবস্থায় বা অন্যান্য অসুস্থতায়, যেমন—সর্দি, কাশি, টাইফয়েড, কলেরা ইত্যাদি রোগে ভোগা অবস্থায় মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন না।

প্রকৃত সত্য : এসব অসুস্থতায় মাতৃদুগ্ধ পানে কোনো নিষেধ নেই। কারণ, এসব রোগ মাতৃদুগ্ধের মাধ্যমে ছড়ায় না। আর ঋতুস্রাব চলা অবস্থায়ও শিশুকে বুকের দুধ খাওয়াতে নিষেধ নেই। তবে এইচআইভি  সংক্রমণ থাকলে, অর্থাৎ মায়ের এইডস থাকলে তখন শিশুকে বুকের দুধ দেওয়া যাবে না।

লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

Source:ntv

Sharing is caring!

Comments are closed.