শিশু কি দেরিতে কথা বলছে? শিশুর কথা বলা দেরি হওয়ার কারণ কী?
প্রশ্ন : শিশুর কথা বলা দেরি হওয়ার কারণ কী?
উত্তর : এর কারণ অনেক হতে পারে। শারীরিক বিকাশের জন্য খাবার দরকার হয়। কিন্তু মানসিক বিকাশের জন্য খাবারের বাইরেও উদ্দীপকের দরকার হয়। কথা শিখাতে হলে তার সঙ্গে কথা বলতে হবে। কথা না বললে সে কোথা থেকে কথা শিখবে। আমাদের বর্তমান সময়ে প্রধান অসুবিধা ছোট বাচ্চাকে আমরা টেলিভিশনের সামনে, কার্টুনের সামনে বসিয়ে দেই। এতে ভাব প্রদানের যে কথাবার্তা সেগুলো শিখতে দেরি হয়ে যায়। এটা এখন একটি মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত, টেলিভিশন, ইউটিউব এখন এর একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া কিছু রোগ রয়েছে। যেমন বৃদ্ধির অসুবিধাজনিত মানসিক রোগ। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে অটিজম একটি রোগ। এর জন্য কানে শুনলেও অর্থবোধক কথা ব্যবহার শিখে না।
বলেছেন অধ্যাপক সৈয়দ খায়রুল আলম। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পেডিয়াট্রিক বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
Source:ntv