নবজাতককে কখন ও কীভাবে গোসল করাবেন?
অধ্যাপক ডা. সাঈদা আনোয়ার। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : নবজাতকের আর কোন কোন যত্নের প্রয়োজন?
উত্তর : বাচ্চাকে গোসল করাবেন কখন, এই বিষয়টি নিয়ে মায়েরা কিন্তু অস্থির হয়ে যান। গোসল যদি দু-তিনদিন পরেও করান, কোনো অসুবিধা নেই। বাচ্চার পরিবেশগত সমন্বয় যখন হয়ে যায়, তখন করালে কোনো সমস্যা নেই।
প্রশ্ন : কতদিন পরে গোসল করানো প্রয়োজন?
উত্তর : ৪২ থেকে ৭২ ঘণ্টা পরে। এতে বাচ্চার পরিবেশগত সমন্বয় এসে যায়। আর বাচ্চাকে গোসল করাতে হবে কুসুম গরম পানিতে, যেখানে বাতাস কম থাকবে এমন জায়গায় করাতে হবে।
প্রশ্ন : সাবান দিয়ে বা বেবি ওয়াশ দিয়ে অনেকে অনেক সময় বাচ্চাকে ঘষামাজার চেষ্টা করে। এই বিষয়ে আপনার কী পরামর্শ?
উত্তর : এটা করা যাবে না। বাচ্চাদের ত্বক খুব স্পর্শকাতর হয়। বাচ্চাদের ত্বকের মধ্যে কোনো জিনিস যদি লাগায়, তাহলে কিন্তু সেটি খুব প্রতিক্রিয়া করে। তাই সতর্কতার সঙ্গে শিশুকে গোসল করাতে হবে। এই বিষয়টিতে অভিভাবককে খেয়াল রাখতে হবে।
cl-ntv