বাচ্চার সর্দি প্রতিরোধে কি করা যেতে পারে?
বাচ্চার সব সর্দি আপনি প্রতিরোধ করতে পারবেন না। তবে এসব ভাইরাস থেকে দূরে রাখার জন্য আপনি কিছু উপায় অবলম্বন করতে পারেন-
- ধুলাবালি থেকে দূরে থাকা। বাইরে বের হলে মাস্ক বা নাকে রুমাল ব্যবহার করা।
- চুলা ও সিগারেটের ধোঁয়া, মশার কয়েল থেকে শিশুদের দূরে রাখা।
- নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা। শুধু বাচ্চাদের নয়। বাবা মা এবং আত্মীয় স্বজনদেরও বাচ্চাকে কোলে নেয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। বাচ্চার ডায়াপার পালটানোর পর এবং বাচ্চার খাবার তৈরি করার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।
- স্যাঁতসেঁতে বদ্ধঘরে এই রোগ বেশি হয়, তাই আলো-বাতাসপূর্ণ পরিবেশে বাচ্চাকে রাখা।
- বাচ্চাকে অসুস্থ মানুষজন থেকে দূরে রাখার চেষ্টা করুন।
- বাচ্চাকে হাইড্রেটেড রাখুন।
cl-fairy land