শিশুর নাকে পানি ঝরায় করণীয়

নাক দিয়ে পানি বা শ্লেষ্মা ঝরার অন্যতম কারণ :
- ভাইরাস জনিত নাকের ইনফেকশন
- অ্যালার্জি জনিত নাকের ও সাইনাসের প্রদাহ
- সাইনোসাইটিস
- শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকা
- নাকের গহ্বরে কোনো বস্তু আটকে থাকা
- নাকের ঝিলি্লস্থ সিলিয়ার অস্বাভাবিক গতিময়তা, অস্বাভাবিক শ্লেষ্মা, ঝিলি্লস্থ গ্রন্থির অস্বাভাবিকতা ইত্যাদি।
অনবরত কিংবা প্রায়শ নাকের পানি বা শ্লেষ্মা ঝরা একটি সমস্যা হলেও নাকের ঝিলি্লর এই নিঃসরণের রয়েছে প্রতিরোধ ক্ষমতা। নাকের কার্যক্ষমতা বজায় রাখতে এবং বাহ্যিক প্রতিকূল পরিবেশ থেকে নাককে রক্ষা করতে ভূমিকা রাখে এই শ্লেষ্মা। এ ধরনের সমস্যা মাসের পর মাস চলতে থাকলে একজন নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বের করতে হবে সমস্যার কারণ। রোগ নির্ণয় হলে, নির্নীত কারণ অনুযায়ী চিকিৎসা করলেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।
সূত্র – যায়যায়দিন