শিশুর সারা শরীর কাপড়ে জড়িয়ে রাখা কি ঠিক?

বড় তোয়ালে বা কম্বলে শিশুর সারা শরীর জড়িয়ে রাখার প্রাচীন পদ্ধতিটি কতটুকু স্বাস্থ্যকর, তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। এভাবে রাখার ফলে শিশু দুই হাত স্থির এবং পা দুটি লম্বা করে রাখতে বাধ্য হয়। এটি শিশুর নিতম্বের জন্য ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন। মা-বাবাদের অনেকের ধারণা, কাপড়ে জড়িয়ে রাখার পুরোনো পদ্ধতিটি শিশুকে ঘুম পাড়াতে বেশ কার্যকর। কিন্তু শিশুর অস্থিবিষয়ক শল্যচিকিৎসক নিকোলাস ক্লার্ক বলছেন, এভাবে রাখা হলে সংশ্লিষ্ট শিশুটি পরবর্তী জীবনে নিতম্বের সমস্যায় পড়তে পারে। এমনকি মধ্যবয়সে পৌঁছানোর পর তার নিতম্ব প্রতিস্থাপনের প্রয়োজনও পড়তে পারে।

যুক্তরাজ্যের আর্কাইভস অব ডিজিজ ইন চাইল্ডহুড সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, সুস্থ বিকাশ নিশ্চিত করতে হলে শিশুর হাত-পা এ রকম শক্ত করে বেঁধে রাখা উচিত নয়। এএফপি।

সূত্র – প্রথম আলো

Sharing is caring!

Comments are closed.