শীতে শিশুদের যেসব রোগব্যাধি হয়
শীতে শিশুদের রোগব্যাধির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯০৭তম পর্বে কথা বলেছেন ডা. আবু সাঈদ শিমুল। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ঋতু পরিবর্তনের ধাক্কাটা বেশি লাগে বয়স্ক ও শিশুদের ক্ষেত্রে। শীত এলে শিশুরা কী কী রোগে বেশি আক্রান্ত হয়?
উত্তর : বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আরেকটি বিষয় হলো, আমরা কফ বের করে দিই, বাচ্চারা সেটা বের করতে পারে না। সে জন্য তাদের কাশির সমস্যা হয়। তাদের নিউমোনিয়া হয়। সাধারণ সর্দি-কাশি তাদের হয়। ভাইরাল ফিবার এ সময়ে বেশি হয়। একটু বড় বাচ্চাদের কিন্তু টনসিলে সমস্যা হয়। আরেকটি বিষয় রয়েছে। সেটি হলো এ সময়ে ডায়রিয়া হয়। কানের সমস্যাও হয়। নাক-কান-গলার সমস্যা হয়। এগুলো আমরা বেশি দেখি।
আরেকটি বিষয় হলো, শীতের কারণে অনেক বাচ্চা গোসল করতে চায় না। সুতরাং ত্বকের সমস্যাও কিন্তু হয়। বিভিন্ন ধরনের খোস পাঁচড়া, স্ক্যাবিজ এগুলো কিন্তু এ সময়ে হয়। আবার ত্বক ফেটে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া—এগুলোও হয়।
collect.. ntv