বড়দের মত শিশুদেরও খুশকি সমস্যা দেখা যায়। খুশকি হলে তা দূর করার উপায় কি?

শিশুর মাথায় অলিভ অয়েল বা অন্য কোনো বাদাম তেল দিয়ে ২০/৩০ মিনিট রেখে দিন | হাত না ব্যবহার করে তুলার বল দিয়েও তেল লাগাতে পারেন | তারপর নরম কাপড় দিয়ে হালকা ঘসে তেল মুছে দিন | এবার মাইল্ড কোনো ববি শ্যাম্পু দিয়ে উষ্ণ গরম পানি দিয়ে মাথা ধুইয়ে দিন |
নরম কাপড় দিয়ে মুছে ফেলুন | কিছুদিন করলেই খুসকি চলে যাবে | যদি বেশি মনেহয় সেক্ষেত্রে সারারাত মাথায় ভ্যাসলিন এর পুরু প্রলেপ দিয়ে রেখে সকালে মুছে ফেলুন | শিশুর কানে যেন পানি চলে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন | আর কখনই নখ দিয়ে খোটা বা জোরে ঘসা যাবে না |