শিশুদের উচ্চ রক্তচাপের কারণ হতে পারে ফুল!
এক জরিপে দেখা গেছে যে, ফুলে থাকা বালাইনাশক শিশুদের রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগো’র একদল গবেষক এমন তথ্য জানিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়। গবেষকরা বলছেন, মা দিবস বা অন্যান্য উৎসবে ফুলের ফলন বেশি পাওয়ার জন্য অতিরিক্ত বালাইনাশক প্রয়োগ করা হয়। গবেষণাটি এনভায়রনমেন্টাল রিসার্চ জার্নালে প্রকাশিত হয়। ইকুয়েডরের ফুল-বাগান অঞ্চলের ছেলে-মেয়েদের ওপর গবেষণাটি করা হয়।
গবেষকদলের অন্যতম সদস্য, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগোর সহকারী অধ্যাপক সাইদ জোস আর সুয়ারেজ বলেন, ‘গবেষণায় শুধু এটিই পাওয়া যায়নি যে শিশুদের বসবাসকারী কৃষিভিত্তিক অঞ্চলে কীটনাশকের ব্যবহার বেড়েই যাচ্ছে, এটি শিশুদের উচ্চ রক্তচাপও বাড়িয়ে দিচ্ছে।’ গবেষণাটি ৩১৩ জন ছেলে-মেয়ের ওপর করা হয়, যাদের বয়স চার থেকে ৯ বছর। তারা সবাই ফুল চাষকারী অঞ্চলে বসবাস করে। মা দিবসের ১০০ দিন পর পর্যন্ত এসব শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়।
সাইদ সুয়ারেজ বলেন, ‘মা দিবসের পর আমরা শিশুদের পর্যবেক্ষণ করলে দেখতে পাই, তাদের সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ আগের চেয়ে অনেক বেড়ে গেছে। শুধু তাই নয়, প্রথম ৮১ দিনের মধ্যে যাদের প্রথমবারের মতো রক্তচাপ পরীক্ষা করা হয়েছে ৯১তম দিনে দ্বিতীয়বার ও ১০০তম দিনে তৃতীয়বারের মতো পরীক্ষায় তা আরও বেড়ে গেছে।’
পূর্ব গবেষণায় দেখা যায়, বালাইনাশক হৃদযন্ত্রের ওপর তেমন প্রভাব ফেলে না, তবে সাইদ সুয়ারেজের দাবি তারা কীটনাশক ও ছত্রাকনাশকে ক্ষতিকর উপাদান পেয়েছেন। বিশেষ করে ফসফেট মিশ্রিত কীটনাশক ও ছত্রাকনাশকে ক্ষতিকর বস্তু বিদ্যমান। আর এসব কীটনাশক ও ছত্রাকনাশক ফুল রপ্তানির আগে স্প্রে করা হয় বলেও জানান সাজিদ।
সাইদ সুয়ারেজ বলেন, ‘নতুন ফলাফল এটি জানায় যে বালাইনাশক স্প্রে কৃষিভিত্তিক এলাকার শিশুদের বেড়ে ওঠায় প্রভাব ফেলে। তাই যেসব অঞ্চলে শিশুরা বসবাস করে সেসব অঞ্চলে বালাইনাশক স্প্রে কমাতে হবে।’
টি/আ
CLTD: Womenscorner