আপনার সন্তানের বুদ্ধিবিকাশে করণীয়

আপনার সন্তানের বুদ্ধিবিকাশে আপনাকে খেয়াল রাখতে হবে বেশ কিছু বিষয়। শিশুর মানসিক চাপ হতে পারে মস্তিষ্কের ক্ষতির কারণ।

– গর্ভকালীন সময়ে মাকে হাসি খুশি রাখুন। মানসিক চাপে সন্তানের ক্ষতি হতে পারে।

– আপনার আচরণ, ব্যবহারে শিশুকে বোঝাতে হবে আপনি তাকে ভালবাসেন, তার বিপরীত হলে শিশুর মস্তিষ্কে চাপ সৃষ্টি করবে।

– আপনাদের কাছে তার গুরুত্ব সবচেয়ে বেশি, সুযোগ পেলেই তা তুলে ধরতে হবে।

– আপনার সন্তানকে ভালো কাজে উৎসাহিত করুন এবং প্রশংসা করুন।

– আপনার সন্তানের কথায় একটু বেশিই মন দিন, তাকে বেশি বেশি সময় দিন।

– আপনার কাজের পর সময় করে শিশুর সাথে গল্প করুন, খেলা করুন।

– শিশুকে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যাপারে অবগত করুন।

– আপনার সন্তানকে অন্য শিশুদের সাথে মিশতে দিন, খেলায় বাঁধা দেবেন না।

– ছোট ছোট কাজ করতে দিন নিজের মতো করে।

– নতুন নতুন জিনিস ও মানুষের সাথে আলাপ করান, এতে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে।

কেএস/

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.