ছোট্ট শিশুর ত্বকের যত্ন

ছোট বাচ্চাদের ত্বক প্রাপ্তবয়স্ক মানুষদের তুলনায় অনে বেশি নরম এবং সংবেদনশীল হয়। শিশুর জন্মের পর সব বাবা মায়েরই উচিত শিশুর ত্বকের ঠিকঠাক যত্ন নেওয়া। বাবা মায়ের সামান্য অবহেলা হতে পারে সন্তানের ক্ষতির কারণ। জন্মের পর শিশুর ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই গুরুতর সমস্যা না, তবে বাবা মায়ের সামান্য যত্নে তা খুব সহজেই স্বাভাবিক হতে পারে।

– বেশিরভাগ শিশুর জন্মের পর শরীরে এক ধরনের দাগ দেখা যায়, একে জন্মদাগ বলে। একের শিশুর জন্মদাগ একেক রকম হতে পারে। মায়ের গর্ভে থাকা অবস্থায় কোন চাপের কারণে এমন দাগ সৃষ্টি হয়। তবে বয়স বাড়ার সাথে সাথে কিছু কিছু দাগ হারিয়ে যায় আবার কিছু কিছু দাগ স্পষ্ট হয়। সমস্যা গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

– জন্মের কয়েকদিনের মধ্যে শিশুর গায়ে লাল লাল মশার কামড়ের মতো দেখা যায়। এ নিয়ে চিন্তার কিছু নেই। কয়েকদিনের মধ্যেই শিশু সেড়ে যাবে। তবে এক্ষেত্রে চিকিৎসক দেখানোর প্রয়োজন নেই।

– অনেক সময় শিশুর ত্বক খুব বেশি রকম শুষ্ক হয়ে পড়ে। নবজাতক শিশুর ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে কি না এদিকে বাবা মাকে নজর দিতে হবে। এমন হলে অলিভ অয়েল বা ময়েশ্চারাইজিং বেবি লোশন লাগাতে হবে।

– ডায়াপার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নিম্নমানের ডায়াপার ব্যবহারে শিশুর ত্বকের ক্ষতি হতে পারে। উচ্চ শোষন ক্ষমতাসম্পন্ন ডায়াপার ব্যবহার করা উচিত। ছয় ঘন্টার বেশি ডায়াপার পড়িয়ে রাখা উচিত নয়, এতে শিশুর ত্বকের ক্ষতি হতে পারে।

– নবজাতককে নিয়ে বাবা মা যে চিন্তায় ভোগেন তা হলো শিশুর ত্বকে ব্রণ। শিশুর ত্বকে লাল এবং সাদা সাদা ব্রণের মতো ছোট ছোট ফুসুরির মতো দেখা যায়, যা বাবা মায়ের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এটা কোন সমস্যা না, আপনা আপনি সেড়ে যাবে৷ এটা নিয়ে চিন্তার প্রয়োজন নেই এবং চিকিৎসক দেখানোরও প্রয়োজন নেই। কয়েকদিনের মধ্যে এমনিতেই সেড়ে যাবে।

কেএস/

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.