শিশুরাও ভুগতে পারে উচ্চ রক্তচাপে

শিশু যদি অতিরিক্ত মোটা হয়, ফলমূল শাকসবজি এড়িয়ে চলে এবং বাস্তব খেলাধুলা বাদে কম্পিউটার গেমস বেশি পছন্দ করে। তাহলে অভিভাবদের সচেতন হতে হবে। কারণ, এ ধরনের শিশু উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারে।

ভারতের রাজধানী নয়াদিল্লীতে ১০হাজার শিশুর ওপর গবেষণার ভিত্তিতে এআইআইএমএস এ তথ্য জানিয়েছেন। গবেষণায় দেখা গেছে, নয়াদিল্লী এলাকায় বসবাসকারী শিশুদের ৩ থেকে ৪ শতাংশ উচ্চ রক্তচাপে ভুগছে। আক্রান্ত শিশুদের মধ্যে ৫বছর কম বয়সী শিশুও রয়েছে।

শীর্ষ গবেষক উমেশ কপিল বলেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত শিশুদের প্রায় ৭০শতাংশই প্রাপ্তবয়স্ক অবস্থায় রোগটি বহন করবে।

যদি না তাদের পরিমিত খাবার গ্রহণ ও শারিরীক সক্রিয়তার ব্যাপার নিশ্চিত করা। শিশুরা দীর্ঘক্ষণ বসে থেকে পড়াশোনা ও আনুষঙ্গিক কাজ করায় তাদের উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

উচ্চমাত্রায় লবণ সমৃদ্ধ ফাস্টফুড ত্যাগ করলে এবং শারিরীক কাজ বৃদ্ধির মাধ্যমে শিশুকে সুস্থ রাখা সম্ভব।

কে/এস

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.