শিশুকে কিভাবে মশা-মাছি বা পোকামাকড়ের হাত থেকে বাঁচাবেন ?

শিশুকে কিভাবে মশা-মাছি বা পোকামাকড়ের হাত থেকে বাঁচাবেন ?

১. নবজাতক বা ২ মাসের কম বয়সি বাচ্চার শরীরে মসকুইটো বা বাগ রিপেল্যান্ট ক্রিম ব্যবহার করা একদমই উচিত নয়। তা সে যতো ভালো কোম্পানিরই হোক না কেন। আবার বাচ্চার ঘরে মশা তাড়ানোর ধূপ বা স্প্রে দেওয়াও ক্ষতিকর। তাই বাচ্চাদের জন্য যে মশারি কিনতে পাওয়া যায়, তাই দিয়ে বাচ্চাকে ঢেকে রাখুন।

২. মশা সাধারণত ভোরবেলা বা সন্ধ্যার সময় খুব সক্রিয় হয়ে ওঠে। এই সময় ঘরের জানলা-দরজা বন্ধ রাখুন।

৩. বাচ্চাকে বাইরে নিয়ে যেতে হলে হালকা রঙের হাত-পা ঢাকা জামা পরিয়ে নিয়ে যান। তবে খেয়াল রাখবেন, যাতে বাচ্চার শরীরে হাওয়া চলাচল করে।

৪. বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য যেসব প্যারাম্বুলেটর বা ব্যাগ পাওয়া যায়, তাতে মশারির মতো নেট লাগানোই থাকে। বাইরে যাওয়ার সময় এই নেট নামিয়ে নিয়ে যাবেন।

৫. উগ্র গন্ধের প্রতি মশার আকর্ষণ বেশি। বাচ্চাকে উগ্র গন্ধওয়ালা সাবান, ক্রিম ইত্যাদি মাখাবেন না। আপনি যদি সবসময় বাচ্চার সাথে থাকেন, তা হলে কোনও উগ্র গন্ধের পারফিউম, সাবান, শ্যাম্পু বা ক্রিম ব্যবহার করবেন না।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.