সন্তানকে অবশ্যই এই অভ্যাসগুলো শেখান
ছোট শিশু ঘরের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সন্তানকে কিছু অভ্যাস শেখানো উচিত যাতে সন্তান সঠিক আচার-আচরণ শেখে। বাচ্চাকে সঠিকভাবে মানুষ করার জন্য বাবা-মায়ের উচিত সন্তানকে অবশ্যই উচিত কিছু অভ্যাস শেখানো।
আসুন জেনে নেই এমন কিছু অভ্যাস সম্পর্কে…
– আপনার সন্তানকে অন্যের কথা শুনতে শেখান। অনেক বাচ্চা অনেক কথা বলে কিন্তু অন্যের কথা শুনে না। আলাপচারিতা সবসময় দু’পক্ষের হতে হয় সেই বিষয়ে শিক্ষা দিন।
– আপনার সন্তানকে অন্যের সঙ্গে সাক্ষাৎ করতে শেখান। একা একা বড় হওয়ার জন্য অনেক বেশি লজ্জা ভাব দেখা যায়। এটা দূর করাটা অভিভাবকের কাজ। তা না হলে সব ক্ষেত্রে পিছিয়ে পড়বে। এক্ষেত্রে কারো সঙ্গে দেখা হলে কিভাবে কথা শুরু করবে সেই শিক্ষা দিন। বাকিটা সে নিজে শিখে যাবে।
– বাচ্চাকে ধন্যবাদ জ্ঞাপনের শিক্ষা দিন। কেউ কিছু উপহার দিলে বা কোন কিছু সাহায্য করলে ধন্যবাদ বলতে বলুন। এই ভদ্রতা ছোট থেকে শেখা খুবই দরকার।
– পরিস্থিতি স্বাভাবিক থাকলে মাসে দুবার রেস্তোরাঁ, বন্ধুয়া পরিজনদের সঙ্গে গেট টুগেদারের আয়োজন হয়ে থাকে। এমন জায়গায় কেমন আচরণ করা উচিত তার শিক্ষা দিন।
– আজকাল আমরা সবাই ফোনের উপর ভরসা করি। কারো খবর নিতে হোক কিংবা জরুরী কাজে হোক। বাচ্চাদের হাতেও ছোট থেকে মোবাইল রয়েছে।ফোনে কিভাবে কথা বলতে হয় তা আপনার বাচ্চাকে শেখান। কেউ ফোন করলে কেমন করে উত্তর দিতে হয়, কিংবা নিজের কোথাও ফোন করলে কিভাবে কোন টোনে কথা বলতে হয়, শিক্ষা দিন।
CLTD: Womenscorner