ডায়াপার ব্যবহারে শিশুর ফুসকুড়ি হলে করণীয়

শিশুর ডায়াপার ব্যবহারের যেমন সুবিধা রয়েছে তেমনি আবার অসুবিধায় রয়েছে। দীর্ঘক্ষন ডায়াপার ব্যবহারের কারণে শিশুর ত্বকে ফুসকুড়ি বের হতে পারে।
কারণ শিশুর ত্বক অনেক কোমল ও নমনীয় হয়ে থাকে। বেশি সময় ধরে যদি প্রস্রাবে ভেজা ডায়াপার পরানো থাকে শিশুর, সে ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করে।

এজন্য শিশুকে ডায়াপার পড়ালে অবশ্যই খেয়াল রাখবেন কতক্ষণ পর তা বদলাবেন।
শিশুর ডায়াপার ব্যবহারে র‍্যাশের সমস্যা দেখা দেয়, যৌনাঞ্চলে, পশ্চাদ্দেশে এবং ডায়াপার পরিহিত জায়গায় র‍্যাশ, লালচে ভাব, জ্বালা এবং ব্যথা হয়। চলুন তবে জেনে নিন এমনটি হলে কী করবেন..

– পেট্রোলিয়াম জেলি ব্যবহার ডায়াপার জনিত ফুসকুড়ি থেকে শিশুকে বাঁচাতে পারে। এজন্য শিশুর ডায়াপার খুলে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।

– দিনের কিছুটা সময় শিশুকে ডায়াপার ছাড়া রাখায় সবচেয়ে ভালো। এতে বায়ু চলাচলের কারণে আরও দ্রুত ফুসকুড়ি নিরাময় হবে।

– যদি আপনার শিশুর ডায়াপার জনিত ফুসকুড়ি হয়ে থাকে তবে তাকে খুব টাইট, রবার বা সিনথেটিক জাতীয় কিছু পরানো এড়িয়ে চলুন। বরং ঢিলেঢালা সুতির কাপড় পরান।

– আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এতে শিশুর ডায়াপার র্যাশের সমস্যা কমে যাবে।

– শিশুর ওয়াইপস কেনার সময় খেয়াল রাখুন যাতে কোনো সুগন্ধ বা অ্যালকোহল না থাকে।

– ডায়াপার জনিত ফুসকুড়ি এবং জ্বালা হলে সে ক্ষেত্রে টক দই ব্যবহার করা যেতে পারে।

– নারকেল তেল দুর্দান্ত ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। শিশুরা আক্রান্ত স্থানে নারকেল তেল ব্যবহার করতে পারেন।

– গোসলের পানিতে ভিনেগার মিশিয়ে শিশুর পশ্চাদ্দেশ নিম্নাঙ্গের অংশটি পরিষ্কার করে নিন।

CLTD: Womenscorner

Sharing is caring!

Comments are closed.