গরমে শিশুর সুস্থতায় চার পরামর্শ

গরম পড়ে গেছে। এ সময় হিটস্ট্রোক, পানিশূন্যতা ইত্যাদি সমস্যায় শরীর আক্রান্ত হয়। এ সময় শিশুর সুস্থতায় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। গরমে শিশুর সুস্থতায় পরামর্শ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

 সঠিক কাপড় পরা

এই গরমে শিশুর যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো সঠিক পোশাক পরানো। হালকা রঙের সুতির পোশাক এ সময়ে সবচেয়ে উপযোগী। স্লিভলেস গেঞ্জি, শর্টস এ সময়ের উপযোগী পোশাক।

প্রতিদিন গোসল করান

গরমে শিশুকে প্রতিদিন গোসল করান। যদি শিশুর ঠান্ডার সমস্যা না থাকে, তবে দিনে দুবারও গোসল করাতে পারেন। গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করুন এবং এর পর গায়ে পাউডার দিন । এতে শিশু অনেকক্ষণ ফ্রেশ থাকবে।

তরল খেতে দিন

গরমের সময় শিশুকে প্রচুর পরিমাণে তরল খাবার খেতে দিন। ডাবের পানি, ঘরে তৈরি ফলের জুস ইত্যাদি দিন। এতে পানিশূন্যতা কম হবে। শরীর সুস্থ থাকবে।

তেলের ম্যাসাজ করবেন না

গরমকালে শিশুর গায়ে একেবারেই তেল লাগাবেন না। এতে ত্বক আরো তৈলাক্ত হবে এবং আরো অস্বস্তি লাগবে।

গরম পড়ে গেছে। এ সময় হিটস্ট্রোক, পানিশূন্যতা ইত্যাদি সমস্যায় শরীর আক্রান্ত হয়। এ সময় শিশুর সুস্থতায় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। গরমে শিশুর সুস্থতায় পরামর্শ জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

 গরমে শিশুরা বেশি অসুস্থ হয়ে যায়। আর শিশুরা অসুস্থ থাকলে বাবা-মায়েরাও ভালো থাকে না। গরমে শিশুদের মধ্যে যে সমস্যাগুলো বেশি দেখা যায় সেগুলো হচ্ছে- জলবসন্ত, ফুসকড়ি, পেটের সমস্যা ইত্যাদি। গরমে শিশুদের বিশেষভাবে যত্ন না নিলে এইসব রোগের প্রকট বেশিই দেখা যায়।

ntv

Sharing is caring!

Comments are closed.