শিশুর শ্বাসকষ্ট হচ্ছে, বুঝবেন কীভাবে?

অনেক সময়ই শিশুর শ্বাসকষ্ট হতে দেখা যায়। শ্বাসকষ্ট হলে সর্দি থাকে। অনেক সময় জ্বরও হতে দেখা যায়। শিশুর শ্বাসকষ্ট হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডা. নাসিম জাহান জেসি। বর্তমানে তিনি আজগর আলী হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত আছেন।

প্রশ্ন : শিশু আসলেই শ্বাসকষ্টে আক্রান্ত এটা বোঝার উপায় কী?

উত্তর : শিশুর শ্বাসকষ্ট বোঝার উপায় হলো সর্দি থাকে। সর্দির সঙ্গে কাশি থাকে। অনেক সময় জ্বর থাকে, জ্বর থাকলে বুঝতে হবে তার জটিল অবস্থা। তার শ্বাসপ্রশ্বাসের গতি বেশি হবে। তার বুকের খাঁচা দেবে যায়। বুকে দেখা যায় অনেক শব্দ হচ্ছে। এই জিনিসগুলো দেখলে মা বুঝবে তার বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে।

এ ছাড়া শিশুর যদি নিউমোনিয়া থাকে অনেক বেশি জ্বর হবে। শিশু যদি উচ্চ জ্বর হয়, ১০২ থেকে ১০৩ থাকে, তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। নয়তো রোগ জটিল হয়ে যেতে পারে।

Source:ntv

Sharing is caring!

Comments are closed.